শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: ডা. শফিকুর রহমানবাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকারকেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট
No icon

তুরস্কের আকাশসীমায় বাধা, আজারবাইজান সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। এ সফরটি ছিল তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী। তুরস্কের আকাশসীমা দিয়ে ইসরায়েলি বিমান চলাচলে বাধা দেওয়ার কারণে সফরটি বাতিল হয়েছে। 

যদিও নেতানিয়াহুর কার্যালয় সফরের বাতিলের কারণ হিসেবে আঞ্চলিক অবস্থার পাশাপাশি ‘টাইট রাজনৈতিক ও নিরাপত্তা সময়সূচি’ উল্লেখ করেছে, তবে সংবাদমাধ্যম ওয়ালা জানিয়েছে, মূল কারণ ছিল তুরস্কের বাধা।

এ ঘটনা ঘটেছে চলতি মে মাসে, যখন নেতানিয়াহু আজারবাইজান সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তুরস্কের আকাশসীমায় উইং অফ জায়োন স্টেট বিমানটিকে উড়তে দিতে অস্বীকৃতি জানানোয় তার সফর বাতিল করতে হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে, তারা গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প বিমান রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেছে, কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ‘নিরাপত্তার কারণে’ আজারবাইজানে জাতিসংঘের কপ-২৯ জলবায়ু সম্মেলনে তার পরিকল্পিত সফর শেষ মুহূর্তে বাতিল করেন। তবে, সেই সময়ের প্রতিবেদনে বলা হয়েছিল, বাতিলের আসল কারণ ছিল তুরস্ক উইং অফ জায়োনকে তার আকাশসীমা দিয়ে উড়তে দিতে অস্বীকৃতি জানিয়েছিল।

ইসরাইল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচল সীমিত। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক, অথবা বিকল্পভাবে, সিরিয়া, ইরাক এবং ইরানের ওপর দিয়ে উড়তে হয়। তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল