শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: ডা. শফিকুর রহমানবাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকারকেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট
No icon

পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা এখনও ভাবছে না পাকিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন যে পারমাণবিক বিকল্প "এখনই বিবেচনায় নেই" তবে যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে "পর্যবেক্ষকরা"ও প্রভাবিত হবে, যেমনটি তিনি ভারতের সাথে চলমান তীব্র সামরিক উত্তেজনা সম্পর্কে বলেছিলেন। জিও নিউজের সাথে কথা বলার সময় আসিফ বলেন, "আমি বিশ্বকে বলছি যে এটি কেবল এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না; এটি আরও বিস্তৃত […] ধ্বংস হতে পারে"। 

"ভারত যে পরিস্থিতি তৈরি করছে তা বিবেচনা করে আমাদের বিকল্পগুলি হ্রাস করা হচ্ছে," তিনি আরও বলেন। তিনি জোর দিয়ে বলেন যে জাতীয় কমান্ড কর্তৃপক্ষের কোনও সভা ডাকা হয়নি। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে অপারেশনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য কর্তৃপক্ষ দায়ী।