পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রিতে সার ও চাল আমদানিসহ ১০ ক্রয় প্রস্তাব অনুমোদনজাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনমহান বিজয় দিবস আজদুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে
No icon

ইরানের এক রাতের হামলায় হাসপাতালে ২৭১ ইসরায়েলি

বুধবার দিবাগত রাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় ইসরায়েলে কমপক্ষে ২৭১ জন আহত হাসপাতালে হয়েছে।ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ১৬ জনের মাঝারি ধরনের জখম হয়েছে আর ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মানসিক চাপে ভোগার কারণে। বাকি ব্যক্তিরা হালকা আঘাত পেয়েছে। কারও কারও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।ইসরায়েলের সরোকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে ৭১ জন সামান্য আহত হয়েছেন বলে জানায় ইহুদিবাদী স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরান দাবি করেছে, তারা ওই হাসপাতালের কাছে থাকা একটি ইসরায়েলি গোয়েন্দা ও কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হাসপাতাল তাদের লক্ষ্যবস্তু ছিল না।ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ২ হাজার ৩০০-এর বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে বেশির ভাগই ইতোমধ্যে ছাড়া পেয়েছেন।