প্রেসিডেন্ট হিসেবে আবারো শপথ নিলেন এরদোগানসরকার ঘুরে দাঁড়ানোর বাজেট প্রস্তাব করেছে : ওবায়দুল কাদের২০২৬ সাল পর্যন্ত আমার আমেরিকার ভিসার মেয়াদ আছে : শামীম ওসমানরোববার রোডমার্চ শুরু করতে যাচ্ছে গণতন্ত্র মঞ্চনির্যাতন যত বাড়বে আন্দোলন তত তীব্র হবে : নজরুল ইসলাম খান
No icon

খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ,তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ ও দুর্বল। তাই এ মুহূর্তে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি।মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দেশে খালেদা জিয়ার চিকিৎসা করার মতো অবস্থা নেই। তার সঠিক চিকিৎসায় বিদেশ নেওয়া জরুরি হলেও সেই সুযোগ দেওয়া হচ্ছে না।তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি জীবন থেকেও সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিএনপি চেয়ারপারসনের কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।