সিপিবি নেতা হায়দার আকবর খান রনো মারা গেছেনকষ্টার্জিত জয়ে ব্যবধান ৪-০ করল বাংলাদেশস্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে বাংলাদেশসহ ১৪৩ দেশসকালে সন্ধ্যা নেমে এলো ঢাকায়, নামল স্বস্তির বৃষ্টিআগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া
No icon

ড্রেনের পানিতে ভেসে গেল লাখ টাকা, কেউ পেল ৫০০ কেউ ১০০

টাকা ভেসে বেড়াল ড্রেনের পানিতে। সেই টাকা ধরার জন্য হুমড়ি খেয়ে ড্রেনে নামল মানুষ। কেউ পেল ৫০০ টাকার নোট, কেউ ১০০ টাকার। অনেকে ড্রেনে না নেমে পাশ থেকে উপভোগ করলেন টাকা ধরার দৃশ্য।ঘটনাটি ঘটেছে গতকাল রাজশাহীতে। খোঁজ নিয়ে জানা গেছে, টাকাগুলো রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের। সেগুলো পুরনো কাগজপত্রের ভেতরে ছিল।রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, তাঁদের অফিসের অনেক বছরের পুরোনো কাগজপত্র ছিল। সেগুলো তাঁদের কোনো কাজেই আসবে না। পোড়ানোর ব্যবস্থা করা যায়নি বলে সেগুলো ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, সেসব কাগজপত্রের ভেতর হয়তো কিছু টাকা থেকে গেছে।রেলওয়ে অফিসার্স মেসের কর্মচারী শামীম হোসেন বলেন, টাকার পরিমাণ অনেক। সেটি আমি নিজে দেখেছি। এক ঘণ্টাতেই অন্তত লাখ টাকা কুড়িয়েছে সবাই।আরও কয়েকজনকে ড্রেন থেকে টাকা তুলতে দেখা গেলেও তাঁরা কত টাকা পেয়েছেন, তা বলতে চাননি। তাদের ভয়, পুলিশ জানলে টাকাগুলো নিয়ে যাবে।