দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকাপাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদকরিডোরের জন্য দু’দেশের সম্মতি লাগবে: জাতিসংঘ মহান মে দিবস আজআমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য : ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

প্রেসিডেন্ট নির্বাচন দেখতে বুধবার রাশিয়া যাচ্ছেন কাজী হাবিবুল আউয়াল

নির্বাচন কমিশন সূত্র জানায়, বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মস্কোর উদ্দেশে যাত্রা করবেন সিইসি। এ সফরে সিইসির সঙ্গে থাকবেন তাঁর একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। সফরের সময় তাঁদের থাকা-খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। সফরে সিইসি ‘নির্বাচনী সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক একটি সম্মেলনে অংশ নেবেন। ১৯ মার্চ সিইসির দেশে ফেরার কথা রয়েছে।

গত ডিসেম্বরে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ১৭ মার্চ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে। ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ায় ক্ষমতায় আছেন পুতিন। এবারও প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন।