বিচারকদের প্রেষণে বদলি ও পদায়নে শৃঙ্খলা আসছেইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহতকাতার গেলেন সেনাপ্রধানঢাকার তাপমাত্রা সম্পর্কে যা জানাল আবহাওয়া অফিসআওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ
No icon

পাসপোর্ট হাতে পেলেন খালেদা জিয়া

সাজা মওকুপর পর মঙ্গলবার মুক্তি পেয়েছেন বিএনপি প্রধান তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ বার পেয়ে গেলেন পাসপোর্টও। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’য় প্রকাশ, মঙ্গলেই তাঁর পাসপোর্ট পুনর্নবীকরণ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সেই পাসপোর্ট তুলে দেওয়া হয়েছে চিকিৎসাধীন বিএনপি নেত্রীর হাতে। সে দেশের সাধারণ নাগরিকদের জন্য যে সবুজ রঙের পাসপোর্ট দেওয়া হয়, সেই পাসপোর্টই পেয়েছেন তিনি। বুধবার বাংলাদেশের অভিবাসন ও পাসপোর্ট দফতর থেকে এ তথ্য নিশ্চিত করেছে । উল্লেখ্য, বাংলাদেশে মোট তিন ধরনের পাসপোর্ট হয়। সবুজ রঙের পাসপোর্ট সাধারণের ব্যবহারের জন্য। নীল রঙের পাসপোর্ট (অফিশিয়াল পাসপোর্ট) সরকারি পদস্থ আধিকারিকদের জন্য। এ ছাড়া রয়েছে লাল রঙের পাসপোর্ট (কূটনৈতিক পাসপোর্ট) যা সে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা সাংসদরা ব্যবহার করেন।