বিচারকদের প্রেষণে বদলি ও পদায়নে শৃঙ্খলা আসছেইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহতকাতার গেলেন সেনাপ্রধানঢাকার তাপমাত্রা সম্পর্কে যা জানাল আবহাওয়া অফিসআওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ
No icon

বিএনপির মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপির মহাসচিবের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই আলোচনাও এসেছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং এর বাইরেও যে সম্পর্কগুলো আছে, সেগুলোকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে নিয়ে আলোচনা হয়েছে।’

আমীর খসরু বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার বাংলাদেশ আসার ব্যাপারটি কত তাড়াতাড়ি সম্ভব, এটি তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছে।