NEWSTV24
ফ্রিল্যান্সারদের ইআরকিউ হিসাব সুবিধা দেওয়ার নির্দেশ
সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৫:৫৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ফ্রিল্যান্সারদের ইআরকিউ হিসাব সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মু্দ্রা ও নীতি বিভাগ এফইপিডি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।সেবাখাতের আয় বৃদ্ধির লক্ষ্যে আইসিটিখাতসহ অন্যান্য সেবা রপ্তানিকারকদের প্রয়োজনীয় ইআরকিউ হিসাব খোলা, আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ইস্যু ও তা দিয়ে অনলাইন পদ্ধতিতে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের ব্যবস্থা করার জন্য সার্কুলারে বলা হয়েছে।আইসিটি খাতে নানা ধরনের ব্যয় বিদেশে প্রেরণ করতে হয়। কিন্তু ফ্রিল্যান্সারদের নামে ইআরকিউ হিসাব না থাকায় কার্ড সুবিধার আওতায় সহজ উপায়ে বৈদেশিক লেনদেন সম্ভব হয় না মর্মে আইসিটিখাতের সংশ্লিষ্টরা জানান। তাছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত ফ্রিল্যান্সারদের এডি ব্যাংক শাখা নয়- এমন ব্যাংক শাখা ইআরকিউ হিসাবসহ কার্ড সেবা দিতে পারে না।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়, এডি শাখা নয়- এমন ব্যাংকের মাধ্যমে আয় প্রত্যাবাসনের ক্ষেত্রে নিকটবর্তী এডি শাখা বা সেন্ট্রাল ট্রেড প্রোসেসিং সেন্টার কিংবা প্রধান কার্যালয়ের সহায়তায় ইআরকিউ হিসাব খোলা ও কার্ড সার্ভিস সুবিধা দেওয়ার জন্য বলা হয়েছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আয় প্রত্যাবাসনের ক্ষেত্রে সেটেলমেন্ট ব্যাংককে ইআইকিউ হিসাব খোলাসহ আন্তর্জাতিক কার্ড ইস্যুর ব্যবস্থা করার জন্য বলা হয়।এতে আইসিটি খাতসহ সেবাখাতের রপ্তানিকারকদের ইআরকিউ হিসাব খোলার সুবিধাসহ আন্তর্জাতিক কার্ড দেওয়ার ব্যবস্থা করলে এ খাতে আয় বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করেন।