যুদ্ধবিরতি সম্পর্কে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেলো হামাসঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলো সিলেটেজলবায়ু পরিবর্তনজনিত কতটা ঝুঁকিতে বাংলাদেশতানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়
No icon

শ্রীলংকা সিরিজে নেই সাকিব

গুঞ্জনটাই সত্যি হয়েছে। আসন্ন শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজের বেশির ভাগটাই নেই সাকিব আল হাসান। আগামী ১ মার্চ ঢাকায় পা রাখবেন লংকানরা। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, সমানসংখ্যক ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। গতকাল শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। তবে ঘোষিত দলে রাখা হয়নি সাকিবকে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই সংস্করণের দলেই ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি সংস্করণে ২০২২ সালের এশিয়া কাপে সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। ওয়ানডেতে সর্বশেষ বিশ্বকাপে খেলা মাহমুদউল্লাহ চোটের কারণে ছিলেন না নিউজিল্যান্ড সফরে। টি-টোয়েন্টি সিরিজের দলে বড় চমক অভিষেকের অপেক্ষায় থাকা আলিস আল ইসলাম। সিলেটে আগামী ৪, ৬ ও ৯ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের ম্যাচ মাঠে গড়াবে ১৩, ১৫ ও ১৮ মার্চ।

এরপর সিলেটে ২২ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে ৩০ মার্চ। চোখের সমস্যার কারণে জাতীয় দলের তিন সংস্করণেই অধিনায়কত্ব ছেড়েছেন সাকিব। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে শান্ত ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক।

টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, আলিস আল ইসলাম।

ওয়ানডে দল (প্রথম দুই ম্যাচ) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।