দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকাপাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদকরিডোরের জন্য দু’দেশের সম্মতি লাগবে: জাতিসংঘ মহান মে দিবস আজআমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য : ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

স্পেনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন এফসি বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ

স্পেনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন এফসি বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। ওই দুই সাংবাদিক হলেন ম্যানুয়েল হাবোইস এবং হাভিয়ের মিগুয়েল। মামলায় জাভি দাবি করেন, গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার এই দুই সাংবাদিক তাদের নিজ নিজ মিডিয়ার মাধ্যমে তার সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে আসছে এবং গুজব ছড়াচ্ছে। বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষও নিশ্চিত করেছে যে, এ লড়াইয়ে তারা জাভির পাশে রয়েছে।