আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ১৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিগাজায় ত্রাণ প্রবেশ বন্ধ, তীব্র অপুষ্টিতে ভুগছেন গর্ভবতী নারী ও শিশুরাযুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারকো রুবিও
No icon

টিকে থাকতে ওমানকে ১৯ বলে হারাল ইংল্যান্ড

আসরের শুরুতেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের শত্রুতে পরিণত হয় বৃষ্টি। স্কটল্যান্ডের বিপক্ষে জয় ধরে নামা ম্যাচ ভেসে যায়। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়।দেয়ালে পিঠ থেকে যাওয়া ইংল্যান্ডের সামনে এখন বড় ব্যবধানে জিতে নেট রান রেটে এগিয়ে থাকার চ্যালেঞ্জ। সেজন্য ওমানের ওপর চড়াও হয় দলটি। ৪৭ রানের লক্ষ্যে নেমে জয় তুলে নেয় মাত্র ১৯ বলে। ৮ উইকেটের জয়ে রান রেটে এগিয়েও গেছে তারা।এন্টিগায় টস জিতে বোলিং নেয় ইংল্যান্ড। ওমানকে অলআউট করে দেয় মাত্র ৪৭ রানে। তারা ১৩.২ ওভার টিকে থাকতে পারে। দলটির হয়ে সর্বোচ্চ ১১ রান করেন শোয়েব খান। আর কেউ ১০ রানের ঘরে ঢুকতে পারেনি।জবাব দিতে নেমে ৮ বলে ২৪ রান করেন বাটলার। সল্ট ৩ বলে দুই ছক্কায় ১২ রান করে আউট হন। ২ বলে ৮ রান করেন জনি বেয়ারস্টো। স্কটল্যান্ডের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তারা ওই ম্যাচে হারলে এবং নেট রান ঠিক রেখে নামিবিয়ার বিপক্ষে জিততে পারলে ইংশিলরা শেষ আটে উঠে যাবে।