আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ১৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিগাজায় ত্রাণ প্রবেশ বন্ধ, তীব্র অপুষ্টিতে ভুগছেন গর্ভবতী নারী ও শিশুরাযুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারকো রুবিও
No icon

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ে ভারত এগিয়ে ৪১১ রানে

পন্থের অর্ধশতরান

৮৮ বলে ৫০ রান করলেন পন্থ। তিনি এবং শুভমন মিলে ভারতকে বড় রানের লিডের পথে নিয়ে যাচ্ছেন। 

চার শ পেরিয়ে ভারতের লিড

নব্বই দশকে ভারতের দুরদর্শন টিভি চ্যানেলে ব্রিটানিয়া ‘ফিফটি–ফিফটি’ বিস্কিটের বিজ্ঞাপন নিশ্চয়ই মনে আছে? সেই বিস্কিটের নামের মতোই পন্ত–গিল এখন ‘ফিফটি–ফিফটি’। দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। ৭৫ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির সুবাসও পাচ্ছেন গিল। ৭২ রানে অপরাজিত পন্ত।

বাংলাদেশের ফিল্ডারদের শরীরী ভাষা হতাশাজনক।