দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকাপাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদকরিডোরের জন্য দু’দেশের সম্মতি লাগবে: জাতিসংঘ মহান মে দিবস আজআমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য : ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানের

তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে ২-১ ম্যাচ ব্যবধানে সিরিজ জিতল আফগানিস্তান। সোমবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় আফগানরা।ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অন্তর্বর্তী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম দুই ম্যাচে সমতা থাকায় এই ওয়ানডেটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। এমন ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান করেন। ইনিংসের শেষ বলে রান আউট হওয়া মাহমুদউল্লাহ ৯৮ রান করেন।পরে ২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান। একই সঙ্গে ম্যাচ ও সিরিজ জিততে দলটি ব্যয় করে ৫ উইকেট।