ডেঙ্গুতে সারা দেশে চলতি বছর ঝরতে পারে ৪০ হাজার প্রাণ থাইল্যান্ডে ছয় দিনের সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রীহিট অ্যালার্টেও স্কুল, নগণ্য উপস্থিতির অনেকে অসুস্থদুর্নীতি ও লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে : রুহুল কবির রিজভীবাংলাদেশসহ ছয় দেশে সীমিত পরিমাণে পিঁয়াজ রপ্তানি করবে ভারত
No icon

‘চ্যানেলস’ নামের নতুন ব্রডকাস্ট টুল চালু করেছে হোয়াটসঅ্যাপ

সম্প্রতি ‘চ্যানেলস’ নামের নতুন ব্রডকাস্ট টুল চালু করেছে হোয়াটসঅ্যাপ। চ্যানেল চালুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বা জনপ্রিয় ব্যক্তি নিজেদের অনুসরণকারীদের কাছে হালনাগাদ তথ্য জানাতে পারেন। সহজে বিভিন্ন প্রতিষ্ঠান বা জনপ্রিয় ব্যক্তিদের হালনাগাদ তথ্য জানার সুযোগ থাকায় চালুর পরপরই ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে চ্যানেলস। হোয়াটসঅ্যাপে থাকা জনপ্রিয় বিভিন্ন চ্যানেল অনুসরণের পদ্ধতি দেখে নেওয়া যাক:

হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণে শুধু চ্যানেল সুবিধা ব্যবহার করা যায়। আর তাই প্রথমেই হোয়াটসঅ্যাপ হালনাগাদ করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ চ্যাটসের পাশে থাকা আপডেটস বাটনে ক্লিক করলে পরবর্তী পৃষ্ঠায় স্ট্যাটাস অপশনের নিচে চ্যানেলস বাটন দেখা যাবে। বাটনটির নিচে থাকা ফাইন্ড চ্যানেলসে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে থাকা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের চ্যানেলের নাম দেখা যাবে। এবার পছন্দের চ্যানেলের নাম নির্বাচনের পর ‘ফলো’ ট্যাব নির্বাচন করলেই পছন্দের চ্যানেল অনুসরণ করা যাবে। চাইলে ফাইন্ড চ্যানেলসের পাশে থাকা সি অল অপশন নির্বাচন করে নির্দিষ্ট চ্যানেলের নাম খুঁজে অনুসরণ করা যাবে।

চ্যানেলস সুবিধা ব্যবহারকারীদের নিরাপত্তায় তাঁদের ফোন নম্বর গোপন রাখা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। ফলে চ্যানেল নির্মাতা বা সদস্যদের ফোন নম্বর কেউ জানতে পারবেন না। এমনকি চ্যানেলের সদস্যদের কোনো পরিচিতিও দেখতে পারবেন না চ্যানেল নির্মাতারা। চ্যানেলের বার্তা বা ছবিগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপটেড আকারে পাঠানো না হলেও সেগুলো ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।