শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: ডা. শফিকুর রহমানবাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকারকেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট
No icon

বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

জাপান বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং বৃত্তি অনুদানসহ মোট ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে।শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকে এই ঘোষণা আসে।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।তিনি জানান, এ চুক্তির আওতায় জাপান বাংলাদেশকে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়াতে ৪১৮ মিলিয়ন ডলার উন্নয়ন নীতি ঋণ দেবে। এছাড়া টোকিও-জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে রূপান্তরের জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং শিক্ষাখাতে বৃত্তির জন্য অতিরিক্ত ৪.২ মিলিয়ন ডলার অনুদান দেবে জাপান।বৈঠকের আগে সকালে অধ্যাপক ইউনূস টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।