সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল রোববার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, ৩০০টি আসনে এক হাজার ৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল তিন হাজার ৪০৬। দাখিল করেছেন দুই হাজার ৫৬৮ জন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করেছে ইসি।এদিকে গতকাল শেষ দিনে বিভিন্ন আসনে যাচাই-বাছাইয়ে ১০৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের তথ্য পাওয়া গেছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে হেভিওয়েট ছিলেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের প্রার্থী ছিলেন। এ ছাড়া দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়া বিএনপির ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ফেনী: গতকাল ফেনীর তিন আসনে ১২ জনের মনোনয়নপত্র বাতিল ও একজনের স্থগিত করা হয়। ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোয়নপত্র স্থগিত হয়েছে। এই আসনে তিনজনের মনোয়নপত্র বাতিল করা হয়। তাঁরা হলেন খেলাফত মজলিসের প্রার্থী নাজমুল আলম, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী ফিরোজ উদ্দিন চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়া। ফেনী-২ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী তাহেরুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী হারুনুর রশিদ ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব নবী ভূঁইয়া, মো. ইসমাইল ও হুমায়ুন কবির পাটোয়ারী। ফেনী-৩ আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হাসান আহমদ, খেলাফত মজলিসের মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপনের মনোনয়ন বাতিল হয়েছে।
চট্টগ্রাম: চট্টগ্রামের সাতটি আসনে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব-সংক্রান্ত তথ্য অস্পষ্ট ও প্রয়োজনীয় নথি দাখিলে ব্যর্থ হওয়ায় চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম-৮ আসনে ২, চট্টগ্রাম-৯ আসনে ৪, চট্টগ্রাম-১০ আসনে ৫,
চট্টগ্রাম-১৩ আসনে ২, চট্টগ্রাম-১৪ আসনে ২ এবং চট্টগ্রাম-১৬ আসনে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুসহ আরও তিন প্রার্থীর। রিটার্নিং কর্মকর্তা আসলাম মোল্লা বলেন, মুজিবুল হক চুন্নুর চিঠিতে স্বাক্ষর করা নেতৃত্বের তথ্য নির্বাচন কমিশনের নিবন্ধনে নেই।
মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) বাতিল হয়েছে জনতা দলের প্রার্থী শাহজাহার খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারীর মনোয়নপত্র।
মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নান, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিদুর রহমান নোমান (স্বতন্ত্র) ও আব্দুল হক মোল্লার (স্বতন্ত্র)। মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা (স্বতন্ত্র), রফিকুল ইসলাম (স্বতন্ত্র), এবি পার্টির রফিকুল ইসলাম ও ফারুক হোসেন (স্বতন্ত্র)।
ময়মনসিংহ: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মেনানয়ন বাতিল হয়েছে আজিজুর রহমান ভুঞা (স্বতন্ত্র)। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে পিন্টু চন্দ্র বিশ্বশর্মা (স্বতন্ত্র), এ আর খান (স্বতন্ত্র), মামুন বিন আব্দুল মান্নান (স্বতন্ত্র), শামসুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস), হাসিনা খান চৌধুরী (স্বতন্ত্র), ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আবু বকর সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র), আল ফাতাহ মো. আ. হান্নান (স্বতন্ত্র), আলমগীর মাহমুদ (স্বতন্ত্র), মতিউর রহমান (স্বতন্ত্র), মুশফিকুর রহমান (স্বতন্ত্র), ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (স্বতন্ত্র)। এ ছাড়া ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদের মনোয়নপত্র বাতিল হয়েছে।
ফরিদপুর: ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে মনোনয়ন বাতিল হয় ৭ জনের।
পাবনা: পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার মিরু ও হাজি ইউনুস আলী, পাবনা-৩ আসনে গণধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা, পাবনা-২ আসনে গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিন, পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর মনোয়নপত্র বাতিল হয়েছে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইন ও সিপিবির প্রার্থী আব্দুল হাকিম, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালি) আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা খান ও সিপিবির প্রার্থী মতিয়ার রহমান, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও ইকবাল খান মজলিসের মনোনয়ন বাতিল হয়েছে।
নওগাঁ: নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে মনোনয়ন বাতিল হয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মাহমুদুস সালেহীন ও আরেক স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের। নওগাঁ-৩ আসনে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী এবং সাদ্দাম হোসেন। নওগাঁ-৪ (মান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থী আরফানা বেগম ও আব্দুস সামাদ প্রামাণিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে বাতিল হয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল হকের মনোনয়নপত্র।
বগুড়া: বগুড়ার সাতটি আসনের মধ্যে দুই নারী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। দুজনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপি ও বগুড়া-৬ সদর আসনে বাসদের প্রার্থী দিলরুবা নুরী।
কুষ্টিয়া: চারটি আসনে ৩৩ প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়াদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী।
দিনাজপুর: দুটি আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাঁরা হলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে আমজনতার দলের প্রার্থী মো. ইব্রাহিম আলী মণ্ডল, দিনাজপুন-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শাহ ও মো. আব্দুল্লাহ।