৩ দিন ভারত ভ্রমণে যেতে পারবেন না বাংলাদেশিরাসৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিদেশজুড়ে তাপপ্রবাহ বইছে, কিছু স্থানে বৃষ্টির আভাসযুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল
No icon

নতুন দরের সয়াবিন তেল এখনও বাজারে আসেনি

বিশ্ববাজারে কমার পরিপ্রেক্ষিতে গত রোববার দেশের বাজারেও ভোজ্যতেলের দাম কমার ঘোষণা দেওয়া হয়েছে। পরদিন সোমবার থেকেই নতুন দর কার্যকর করার কথা ছিল। কিন্তু গত তিন দিনেও বাজারে ওই দামে তেল পাননি ক্রেতারা। অবশ্য মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের বোতলের গায়ে আগের দর লেখা থাকলেও নতুন দামে বিক্রি করতে দেখা গেছে।ভোক্তাদের অভিযোগ, ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গে বাজারে আগের তেলই বেশি দামে বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। কিন্তু দাম কমানোর ঘোষণার পরও সপ্তাহের পর সপ্তাহ পার হলেও নতুন দরের তেল বাজারে পাওয়া যায় না। কোম্পানিগুলো এর বাস্তবায়নে গড়িমসি করে। এ বিষয়ে সরকারের নজরদারি জোরদার করা প্রয়োজন বলে মনে করেন তাঁরা।বুধবার রাজধানীর কারওয়ান বাজার, নাখালপাড়া ও তেজকুনিপাড়া এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ফ্রেশ ব্র্যান্ডের পাঁচ লিটার বোতলের গায়ে আগের দর ৯৯৭ টাকা লেখা রয়েছে।

তবে খুচরা ব্যবসায়ীরা এটি নতুন দর ৯১০ টাকায় বিক্রি করছেন। পুষ্টি, রূপচাঁদা, তীর, বসুন্ধরাসহ অন্য ব্র্যান্ডের তেল আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে।নাখালপাড়া এলাকার ইনসাফ স্টোরের একজন বিক্রয়কর্মী জানান, বিভিন্ন ব্র্যান্ডের নতুন দরের তেল এখনও দেননি ডিলাররা। কারওয়ান বাজারের রব এন্টারপ্রাইজের বিক্রয়কর্মী মো. নাঈম বলেন, ফ্রেশ ব্র্যান্ডের তেলের সরবরাহ বেশি। আগের বাড়তি দরের বোতলই নতুন কম দরে দিচ্ছে কোম্পানি। ফলে ক্রেতারাও কম দামে পাচ্ছেন। এ ছাড়া অন্যান্য ব্র্যান্ডের কম দরের তেল এখনও এসে পৌঁছায়নি।বেশ কিছুদিন ধরেই বিশ্ববাজারে কমছে ভোজ্যতেলের দাম। সে কারণে দেশেও দাম সমন্বয়ের উদ্যোগ নেয় সরকার। গত রোববার সচিবালয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১৪ টাকা এবং পাম অয়েলের দাম ৬ টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানান।