সংঘাতের মধ্যেও মিয়ানমার থেকে আসছে গরু-মহিষআজ হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিসরকারি ২৮ শিল্পপ্রতিষ্ঠান চলছে লোকসানেময়মনসিংহের ৩ উপজেলায় ভোট শুরু, নেই নারী ভোটার
No icon

শেয়ারবাজারের কোম্পানিতে নারী প্রতিনিধিত্ব বেড়েছে

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে গত বছর যেখানে ১৮ শতাংশ নারী প্রতিনিধিত্ব ছিল, এ বছর তা ১৯ শতাংশে উন্নীত হয়েছে, যার ৬ শতাংশ স্বতন্ত্র পরিচালক। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে এ তথ্য দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান আইএফসি।সর্বক্ষেত্রে নারী ও পুরুষের সমতা অর্জনের অংশ হিসেবে রিং দ্য বেল ফর জেন্ডার ইক্যুইটি বা লিঙ্গ সমতার জন্য আওয়াজ তুলুন শিরোনামে বিশ্বের ১২০ স্টক এক্সচেঞ্জে এমন পরিবেশ তৈরিতে জাতিসংঘের সাসটেইনেবল স্টক এক্সচেঞ্জস ইনিশিয়েটিভস, ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জস ইউএন ওমেন, ইউএন গ্লোবাল কম্পেক্টের সঙ্গে কাজ করছে আইএফসি। উদ্দেশ্য, ব্যবসা ও টেকসই উন্নয়নের জন্য নারী ও পুরুষের সমতা বিষয়ে সচেতনতা বাড়ানো।  এ বছর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দেশের দুই স্টক এক্সচেঞ্জের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় ডিএসই কার্যালয়ে সুইস স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্সের সঙ্গে যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু বলেন, লিঙ্গ সমতা এবং বৈচিত্র্য নারীর ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক সুরক্ষায়, সরকারি পরিষেবায় এবং ডিজিটাল প্রযুক্তির দক্ষ ও উৎপাদনশীল ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব।