ঢাকায় বাড়ছে শীতএবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত সরকারশেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু আলোচনা থাকলেও আপাতত উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে নাপুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড
No icon

৫ দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

পবত্রি ঈদুল আজহার ছুটি উপলক্ষে টানা ৫ দিন বন্ধ ছিল দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। এ সময়ে বাংলাদেশ থেকে কোন পণ্যবাহী ট্রাক ভারতে যায়নি বা ভারত থেকে কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। ৫ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (১৯ জুন) থেকে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।তবে এ সময়ে যাত্রী পারপারের জন্য বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন খোলা ছিল। ভারতগামী ও প্রত্যাগত পাসপোর্ট যাত্রীরা অবাধে দু দেশের মধ্যে যাতায়াত করেছেন বলে নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম।বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম বলেন, ঈদের ছুটির কারণে ৫ দিন বন্ধ থাকার পর ফের বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দর থেকে আজ থেকে সব ধরনের পণ্য আমদানিকারকরা মালামাল খালাস নিতে পারবেন।