নির্বাচনে টানা ১৪ বার জয় সিঙ্গাপুরের পিপলস অ্যাকশন পার্টিরদক্ষিণ সুদানে হাসপাতালে বোমা হামলাজোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবিসুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত ৩০০বৃষ্টির পর বদলে গেল ঢাকার বাতাস
No icon

আইসিবির চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়ার পদত্যাগ

সুবর্ণ বড়ুয়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগ হওয়ায় পদত্যাগপত্র দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন।

সুবর্ণ বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক। অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে দেওয়া এক চিঠিতে সুবর্ণ বড়ুয়া বলেছেন, গুরুত্বপূর্ণ এই আর্থিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ দেওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞ। কর্মকালে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তাঁর আশা, ভবিষ্যতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছাবে।