নির্বাচনে টানা ১৪ বার জয় সিঙ্গাপুরের পিপলস অ্যাকশন পার্টিরদক্ষিণ সুদানে হাসপাতালে বোমা হামলাজোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবিসুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত ৩০০বৃষ্টির পর বদলে গেল ঢাকার বাতাস
No icon

বদলে যাবে ৫, ১০ ও ২০ টাকার নোট

‘বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক। এগুলো দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।’ সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই কথা জানান।

এ সময় চলতি বা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।’ ড. সালেহউদ্দিন জানান, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক। এগুলো দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।