ঢাকায় বাড়ছে শীতএবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত সরকারশেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু আলোচনা থাকলেও আপাতত উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে নাপুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড
No icon

রবিবার থেকে গ্রাহকরা ব্যাংক থেকে পর্যাপ্ত টাকা পাবেন : আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘ছয়টি দুর্বল ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে, প্রয়োজনে আরো দেওয়া হবে। আগামী রবিবার থেকে কোনো গ্রাহক ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত যাবে না।’ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রয়োজনের তুলনায় বেশি টাকা না তোলার অনুরোধ জানিয়ে গভর্নর বলেন, ‘আমি বলেছিলাম টাকা ছাপাব না। কিন্তু সেটা থেকে সাময়িকভাবে সরে এসেছি। বন্ড ইস্যুর মাধ্যমে সেই টাকা আবার তুলে নিয়ে আসব। কিন্তু মনিটরি পলিসি আগের মতো টাইট থাকছে। এখানে নেট মানি ক্রিয়েশন হচ্ছে না।