দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাসপাঁচ ব্যাংকের শেয়ার শূন্য পথে বসল বিনিয়োগকারী৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৬৮১ জনকে সুপারিশ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন ইসিরঘটনাবহুল ৭ নভেম্বর আজ, বিএনপির নানা আয়োজন
No icon

রবিবার থেকে গ্রাহকরা ব্যাংক থেকে পর্যাপ্ত টাকা পাবেন : আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘ছয়টি দুর্বল ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে, প্রয়োজনে আরো দেওয়া হবে। আগামী রবিবার থেকে কোনো গ্রাহক ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত যাবে না।’ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রয়োজনের তুলনায় বেশি টাকা না তোলার অনুরোধ জানিয়ে গভর্নর বলেন, ‘আমি বলেছিলাম টাকা ছাপাব না। কিন্তু সেটা থেকে সাময়িকভাবে সরে এসেছি। বন্ড ইস্যুর মাধ্যমে সেই টাকা আবার তুলে নিয়ে আসব। কিন্তু মনিটরি পলিসি আগের মতো টাইট থাকছে। এখানে নেট মানি ক্রিয়েশন হচ্ছে না।