দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাসপাঁচ ব্যাংকের শেয়ার শূন্য পথে বসল বিনিয়োগকারী৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৬৮১ জনকে সুপারিশ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন ইসিরঘটনাবহুল ৭ নভেম্বর আজ, বিএনপির নানা আয়োজন
No icon

ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের যাত্রা শুরু

রাজধানীর মিরপুরে যাত্রা শুরু হলো ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডের। শুক্রবার একটি রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালের ভেন্যু হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এটির।ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারটি একটি অত্যাধুনিক ভেন্যু যেখানে কর্পোরেট ইভেন্ট, বিভিন্ন ধরনের প্রদর্শনী এবং বার্ষিক কর্মী সম্মেলন, বিয়ে অনুষ্ঠান এবং অন্যান্য বাণিজ্যিক এবং সামাজিক ইভেন্টগুলো আয়োজনের জন্য বিশেষভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে।এ ছাড়া প্রয়োজনীয় পরিষেবা যেমন এলইডি স্ক্রিন, সাউন্ড, লাইট এবং ক্যাটারিং পরিষেবাগুলোর জন্য বাইরের কারো ওপর নির্ভর করতে হবেনা। দুতলা এই কনভেনশন সেন্টারের দুটি হল ১৪০০০ স্কয়ার ফিট প্রশস্ত এবং রাউন্ড টেবিল সেট আপে ৮০০ জন আর থিয়েটার সেট আপে ১২০০ জন অতিথি ধারণে সক্ষম।বিশ্বমানের কনভেনশন সেন্টারের প্রয়োজনীয়তা পূরনে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কার্যকর ভূমিকা রাখবে।