বিচারকদের প্রেষণে বদলি ও পদায়নে শৃঙ্খলা আসছেইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহতকাতার গেলেন সেনাপ্রধানঢাকার তাপমাত্রা সম্পর্কে যা জানাল আবহাওয়া অফিসআওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ
No icon

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ভোক্তা পর্যায়ে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভ্যাট সমন্বয়ক ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৯ টাকা। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এলপিজির দাম বাড়ানোর ঘোষণা দেয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।এলপিজির ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) হার পরিবর্তনের ফলে নতুন মূল্য ঘোষণা করা হলো। আজ থেকেই নতুন দাম কার্যকর করা হবে।গ্রাহক পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৯ টাকা, যা মাসের শুরুতে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৫৫ টাকায়। এ ছাড়া বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে ভ্যাটসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।গাড়িতে ব্যবহার করা এলপিজির (অটো গ্যাস) প্রতি লিটারের দাম ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬৬ টাকা ৭৮ পয়সা।