আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ১৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিগাজায় ত্রাণ প্রবেশ বন্ধ, তীব্র অপুষ্টিতে ভুগছেন গর্ভবতী নারী ও শিশুরাযুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারকো রুবিও
No icon

এস আলম ১ লাখ ২৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : ড. আহসান এইচ মনসুর

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম (এস আলম) ও তার সহযোগী ব্যক্তিরা কমপক্ষে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) চলতি অর্থবছরের জানুয়ারি-জুন সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণাকালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান গভর্নর। এস আলম গ্রুপ কত টাকা পাচার করেছে এমন প্রশ্নের জবাবে গভর্নর জানান, কত টাকা পাচার করেছে তার সঠিক তথ্য কেউ দিতে পারবে না। তবে ১ লাখ ২৫ হাজার কোটি টাকার কম হবে না।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ মূল লক্ষ্য জানিয়ে গভর্নর বলেন, ২০২৪ ও ২০২৫ সাল বিনিয়োগ প্রবৃদ্ধির জন্য নয়। বিনিয়োগ বাড়ানোর আশা তো দূরের কথা স্বপ্নও দেখি না। এখন মূল লক্ষ্য মূল্যস্ফীতি কামানো। আশা করছি আগামী জুন মাসের মধ্যে দেশের সার্বিক মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশের মধ্যে নেমে আসবে এবং পরবর্তী সময় এটা ৫ শতাংশের নিচে নেমে আসবে বলে আমাদের প্রত্যাশা। আর যখন মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে আসবে তখন সুদহার কমানো হবে, এর আগে কমানো হবে না বলে জানান গভর্নর।

ব্যাংক খাত সংস্কার প্রসঙ্গে গভর্নর জানান, সংস্কার কাজ চলছে এটা শেষ হতে এক দেড় বছর লেগে যাবে। এরপর এ সংস্কারের সুফল পাওয়া যাবে। ব্যাংক কোম্পানি আইন ও পরিচালক নিয়োগ নীতিসহ বিভিন্ন পর্যায়ে সংস্কার হচ্ছে আশা করছি ভালো কিছু হবে। আগামীতে মামাতো-চাচাতো ভাই স্বতন্ত্র পরিচালক হতে পারবে না, এ বিষয়ে এক কাঠামো তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে মুদ্রানীতির ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। তিনি জানান, চলতি অর্থবছর শেষে মূল্যস্ফীতি ৭ থে‌কে ৮ শতাংশ নামা‌নোর লক্ষ্য ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি আগের মতো রাখা হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭.২৮ শতাংশ। আগামী জুন পর্যন্ত বেসরকারি ঋণের প্রবৃদ্ধি ৯.৮ শতাংশ নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে।

গত ডিসেম্বর পর্যন্ত সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৮.১০ শতাংশ। নতুন মুদ্রানীতিতে সরকারি ঋণের প্রবৃদ্ধি ১৭.৫০ শতাংশ লক্ষ্য ঠিক ক‌রা হয়েছে। য‌দিও গত ছয় মা‌সে লক্ষ্য ছিল ১৪.২ শতাংশ। অর্থাৎ ব্যাংক খাত থেকে সরকারকে ঋণ নেওয়ার সুযোগ ক‌মি‌য়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা ছাপিয়ে (রিজার্ভ মানি) মুদ্রার সরবরাহ বাড়াবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে।

গত জুনে রিজার্ভ মানির প্রবৃদ্ধি ছিল ৭.৯ শতাংশ। ডিসেম্বরে এ প্রবৃদ্ধি কমিয়ে ২ শতাংশ নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়। নতুন মুদ্রানীতিতে আগামী জু‌ন পর্যন্ত প্রবৃদ্ধি কমিয়ে ১ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে নিয়ন্ত্রণ সংস্থা।