আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ১৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিগাজায় ত্রাণ প্রবেশ বন্ধ, তীব্র অপুষ্টিতে ভুগছেন গর্ভবতী নারী ও শিশুরাযুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারকো রুবিও
No icon

মোংলা বন্দর থেকে রেলপথে পণ্য পরিবহণ শুরু

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে রেলপথে পণ্য পরিবহণ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তান থেকে আমদানিকৃত চিটাগুড় ভর্তি ৩০টি ওয়াগন রেলযোগে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়।এর মধ্য দিয়ে মোংলা বন্দরের মাধ্যমে আমদানিকৃত কোন পণ্য বন্দরে জেটি থেকে সরাসরি রেলের মাধ্যমে পরিবহণ কাজ শুরু হলো।গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তান থেকে পানামা পতাকাবাহী জাহাজ MT. DOLPHIN 19 পাঁচ হাজার পাঁচশত মেট্রিকটন চিঁটাগুড় (Molasses) নিয়ে মোংলা বন্দরে আসে। এরপর মোংলা বন্দরে আনলোড করে মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড-এ সংরক্ষণ করা হয়। সেখান থেকে রেলযোগে গন্তব্যে পাঠানোর মধ্য দিয়ে এই প্রথম মোংলা থেকে রেলপথে পণ্য পরিবহণ শুরু হল।