ঢাকায় বাড়ছে শীতএবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত সরকারশেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু আলোচনা থাকলেও আপাতত উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে নাপুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড
No icon

ইসলামী ব্যাংকগুলো একীভূত করা হবে

গভর্নর বলেন, আামদের একটি বড় ও ছোট ছোট অনেকগুলো ইসলামী ব্যাংক আছে; যেগুলো সমস্যায় জর্জরিত। আমরা এগুলোর অনেকগুলো একীভূত করতে যাচ্ছি। একে অপরের সঙ্গে প্রতিযোগিতার জন্য সম্ভবত দুটি বড় ইসলামী ব্যাংক তৈরি করা হবে।