এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত সরকারশেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু আলোচনা থাকলেও আপাতত উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে নাপুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডসরকারি চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত অধ্যাদেশের সংশোধিত গেজেট প্রকাশ
No icon

সোনালী ব্যাংকে প্রধান কার্যালয়ে ৫টি নতুন বিভাগ চালু

রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আরও পাঁচটি নতুন বিভাগ চালু করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) ব্যাংকের সম্মেলন কক্ষে নতুন এ পাঁচটি বিভাগ উদ্বোধন করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। এসময় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ব্যাংকটির নতুন বিভাগগুলোর মধ্যে রয়েছে- কর্পোরেট সার্ভিসেস ডিভিশন, ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশন (মিড অফিস), ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, অফশোর ব্যাংকিং ডিভিশন ও এস্টেট ম্যানেজমেন্ট ডিভিশন।নতুন কর্পোরেট গ্রাহক ও বৃহদাংক ঋণগ্রহীতার সংখ্যা বৃদ্ধি, সেবার মান উন্নতকরণ, খেলাপি ঋণ বৃদ্ধি রোধকল্পে সময়োপযোগী ঋণ নীতিমালা ও নিয়মাচার পর্যালোচনাপূর্বক ক্রেডিট পলিসি প্রণয়ন, অফশোর ব্যাংকিং যুগোপযোগী করা ও সম্পদের উত্তম ব্যবস্থাপনা করা ইত্যাদি কার্যক্রম সফলভাবে পরিচানার জন্য এসব বিভাগ চালু করা হয়েছে।