সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজবিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিনহোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচারকিছুটা কমতে পারে ঢাকার গরম, মেঘলা থাকবে আকাশনির্বাচনি উত্তাপে দেশ
No icon

সেপ্টেম্বরে এলপি গ্যাসের দাম নির্ধারণ, জানা যাবে আজ

সেপ্টেম্বরে এলপি ও অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে- তা জানা যাবে আজ। আজ মঙ্গলবার বিকেল ৩টায় এ বিষয়ে ঘোষণা দিবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।গতকাল সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর ঘোষিত সেপ্টেম্বর মাসের সিপি মূল্য অনুযায়ী, দেশের বাজারে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে ব্যবহৃত এলপিজির মূল্য সমন্বয় করা হবে।এর আগে, সর্বশেষ গত ৩ আগস্ট এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।একই দিনে ঘোষণা আসবে অটোগ্যাসের নতুন দামেরও। ৩ আগস্ট সর্বশেষ সমন্বয়ের সময় অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে প্রতিলিটার ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল (মূসকসহ)।উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৭ বার বেড়েছে এবং ৪ বার কমেছে। তবে সর্বশেষ দফায় (আগস্টে) দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। গত বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বাড়ানো হয়; আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে দাম কমানো হয়েছিল। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।