সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজবিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিনহোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচারকিছুটা কমতে পারে ঢাকার গরম, মেঘলা থাকবে আকাশনির্বাচনি উত্তাপে দেশ
No icon

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট-০৪ সেপ্টেম্বর) দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। সপ্তাহজুড়ে ফারইস্ট ফাইন্যান্সের দর কমেছে ৪০ পয়সা বা ২০ শতাংশ। ফলে কোম্পানিটি দর পতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৪০ পয়সা বা ১৪ দশমিক ২৯ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে ১৩ দশিমক ৩৩ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে পিপলস লিজিং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২০ পয়সা।

সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে জিএসপি ফাইন্যান্সের ১১ দশিমক ৪৩ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১১ দশমিক ১১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০ দশমিক ৮৬ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭ দশমিক ৮৮ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৭ দশমিক ৬৯ শতাংশ, রিলায়েন্স-১ মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৫৩ এবং বিকন ফার্মার ৭ দশমিক ২১ শতাংশ দর কমেছে।