তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
No icon

বাতিল হচ্ছে না স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি

শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে তদারকি বা পরিদর্শনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই আদেশকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিলুপ্তি বলে ছড়ালেও মূলত শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয় দেখভাল করতেই এ নির্দেশনা দেয়া হয়েছে।শিক্ষামন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ ইমামুল হোসেন বলেন, স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি বাতিল হবে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে দেশের সংকটময় পরিস্থিতিতে সব স্থানে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় মূলত মাঠ প্রশাসনের মাধ্যমে মনিটরিং কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এই নির্দেশনায় বলা হয়, জেলা প্রশাসক সম্মেলন-২০২২ এর সিদ্ধান্ত মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তদারকি/ পরিদর্শন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে তদারকি/ পরিদর্শন কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।অন্যদিকে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ ভাগ বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা দিয়েছে শিক্ষামন্ত্রণালয়। এর জন্য প্রতিটি প্রতিষ্ঠানে একটি মনিটরিং টিম রাখারও নির্দেশনা দেয়া হয়েছে। এই টিম প্রতি মাসের প্রথম সপ্তাহে একটি রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবে।এক্ষেত্রে কেউ যদি অযথা বিদ্যুৎ অপচয় বা কক্ষের লাইট এসি নিয়মের বাইরে ব্যবহার করে তাকে সতর্ক করা হবে।