রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজসড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যুগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৩খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
No icon

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। শনিবার পদত্যাগপত্রটি উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘আমি চেয়েছি নতুন সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে আমি দায়িত্ব থেকে সরে যাব। আমি আগে-ভাগে সরে গেলাম, কোনো আলোচনা হলো না; এটা কোনো সৌজন্যতা নয়। সরকারের একজন সম্মানিত উপদেষ্টার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি সিদ্ধান্তটা তো আগেই নিয়ে রেখেছি, আলোচনার করে এখন সেটি কার্যকর করেছি।’ এর মাধ্যমে উপদেষ্টা পরিষদকে তিনি সম্মানিত করেছেন বলেও মন্তব্য করেন।