গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৫ জন নিহতফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘরাজনৈতিক প্রভাব কমাতে ক্ষমতা পাচ্ছে এনটিআরসিএআফগানিস্তানে বাড়ছে লাশের মিছিলনুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
No icon

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।  পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, গত শনিবার পিএসসি সংস্কার করার জোর দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।  সে সময় তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না। 

এর মধ্যেই পিএসসি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সোহরাব হোসাইন। প্রসঙ্গত, সোহরাব হোসাইনের আমলেই কয়েক মাস আগে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যা নিয়ে সারাদেশে ব্যাপক সমালোচনা হয়। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন।