সাবেকদের সঙ্গে ইসির বৈঠক আজচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতএনআইডি ছাড়াই মোবাইল ব্যাংক হিসাব খুলতে পারবে শিশুরাবিশ্বকাপে গুরুদায়িত্ব পেলেন শচীন টেন্ডুলকারদেশের ১৭ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়ার আভাস
No icon

মশা ছাড়া কেউ ছুঁত না আমায় : অদা শর্মা

বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’-তে অভিনয় করার পর থেকেই অভিনেত্রী অদা শর্মাকে নিয়ে চর্চার অন্ত নেই। এক দিকে যেমন বিপুল প্রশংসা পেয়েছেন তিনি, অন্য দিকে, জুটেছে খুনের হুমকিও। একটা সময় ছিল যখন রূপ নিয়ে খোঁটা শুনতে হয়েছিল অদাকে। অনেকেই বলতেন, নাক বোঁচা। অস্ত্রোপচার করিয়ে নেওয়ার উপদেশও শুনতে হয়েছিল অদাকে। সাফল্যের মুখে দাঁড়িয়ে সে সব কথা মনে আসে অদার। এক সাক্ষাৎকারে সম্প্রতি অদা বললেন, “লোকজন এক সময় বলতেন, নাকে অস্ত্রোপচার করিয়ে নিতে, তা হলেই আমার নাকটা সুন্দর হয়ে যাবে। এখন ছবিতে অভিনয় করার পর সবাই বোঝেন যে আমার নাক এমনিই সুন্দর।”

অদা তির্যক ভাবে জানান, এত দিন কোনও পরিচালক বা প্রযোজক তাঁর দিকে মনোযোগ দেননি। তাঁর কথায়, “মশারাই আমাকে পছন্দ করে। যদি পরিচালক-প্রযোজকেরাও একটু ভালবাসতেন! তবে আমার ধারণা ‘দ্য কেরালা স্টোরি’র পরে তাঁরাও মশার মতো হয়ে যাবেন।”