শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে ৪ আইনজীবীর আবেদনরোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজসড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যুগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৩
No icon

উপহার নিয়ে বন্যার্তদের মাঝে চিত্রনায়িকা আইরিন সুলতানা

র‌্যাম্প থেকে চলচ্চিত্রে আসেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। ধারাবাহিকভাবে বেশকিছু ছবিতে অভিনয় করেন। এদিকে গত কয়েক বছরে সিনেমার কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি। খুব ভালো ও মন পছন্দ হলেই কেবল সেই কাজটি করছেন। এদিকে তারকাদের অনেকেই এরইমধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাম্প্রতিক ভয়াবহ বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। এবার আইরিন সুলতানা ও তার টিম উপহারসামগ্রী নিয়ে পৌঁছেছেন কুমিল্লা ও ফেনীতে। এর আগে টিএসসিতেও ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন বন্যার্তদের জন্য। গতকাল তিনি কুমিল্লা ও ফেনী অঞ্চলে যেসব জায়গায় ত্রাণ পৌঁছায়নি অথবা অপেক্ষাকৃত কম পৌঁছেছে সেসব জায়গায় উপহারসামগ্রী নিয়ে গেছেন। এ বিষয়ে আইরিন বলেন, এর আগে এক ধাপে আমরা উপহার দিয়েছি বন্যার্ত অঞ্চলে। রোববারও চেষ্টা করেছি কুমিল্লা ও ফেনীর কয়েকটি অঞ্চলে উপহারসামগ্রী পৌঁছে দেয়ার।