তাপমাত্রা নিয়ে দুঃসংবাদচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিততিন দলের সঙ্গে আজ বিশেষ বৈঠকে বসছেন ড. ইউনূসনুরের ওপর হামলা অশনিসংকেত: শিবির সভাপতিস্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন রাশেদ
No icon

ঢাকায় আসছেন পাকিস্তানি কণ্ঠশিল্পী আয়মা বেগ

পাকিস্তানের বিখ্যাত কণ্ঠশিল্পী আয়মা বেগ ঢাকায় আসছেন। আগামী ১১ এপ্রিল তিনি বাংলাদেশের রাজধানীতে আসবেন এবং ইয়ামাহা মোটরসাইকেলসের একটি মেগা ইভেন্টে পারফর্ম করবেন।

২০১৫ সালে একটি জনপ্রিয় টেলিভিশন শোয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন আয়মা বেগ। পরেবর্তীতে ধীরে ধীরে পাকিস্তানের অন্যতম সেরা পপ গায়িকায় পরিণত হন। 

তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, এবং ‘গ্রুভ মেরা’ তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।