পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ২৫লাইসেন্স ছাড়াই চলছে ১৫৮ স্ক্যানার মেশিনগাজায় ইসরায়েলি হামলায় শিশু, সাংবাদিকসহ ১০৫ জন নিহতনির্বাচনে বাধা দেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, আরও আসবে: প্রধান উপদেষ্টাডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি আজ
No icon

ঢাকায় আসছেন পাকিস্তানি কণ্ঠশিল্পী আয়মা বেগ

পাকিস্তানের বিখ্যাত কণ্ঠশিল্পী আয়মা বেগ ঢাকায় আসছেন। আগামী ১১ এপ্রিল তিনি বাংলাদেশের রাজধানীতে আসবেন এবং ইয়ামাহা মোটরসাইকেলসের একটি মেগা ইভেন্টে পারফর্ম করবেন।

২০১৫ সালে একটি জনপ্রিয় টেলিভিশন শোয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন আয়মা বেগ। পরেবর্তীতে ধীরে ধীরে পাকিস্তানের অন্যতম সেরা পপ গায়িকায় পরিণত হন। 

তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, এবং ‘গ্রুভ মেরা’ তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।