শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: ডা. শফিকুর রহমানবাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকারকেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট
No icon

দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে এবারের ইত্যাদি

নব্বইয়ের দশক থেকে দেশের নানা অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে স্টুডিওর বাইরে গিয়ে অনুষ্ঠান ধারণ করছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবিধৌত দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে, বৃটিশ আমলে নির্মিত শতবর্ষী ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে।

অনুষ্ঠানের দিন দুপুর থেকে হাজারো দর্শক ভিড় করেন অনুষ্ঠানস্থলে। আমন্ত্রিত দর্শকের পাশাপাশি আশপাশের ছাদ ও সড়কে দাঁড়িয়ে প্রায় অর্ধলক্ষ মানুষ প্রিয় অনুষ্ঠান দেখতে জড়ো হন। স্থানীয়দের ভাষ্য-ভোলায় এত দর্শক সমাগম আগে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি।