সাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাসচলতি মাসেই ২০০ প্রার্থী চূড়ান্ত বিএনপিরশিশুখাদ্যে শতভাগ এলসি মার্জিন নেওয়া যাবে নাসাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিরা না এলে পত্রিকায় বিজ্ঞপ্তিপ্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
No icon

গল্পের নায়ক হতে চান ‘উড়াল’ অভিনেতা সোহেল তৌফিক

একঝাঁক তরুণকে নিয়ে বন্ধুত্বের গল্পে চলতি মাসের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘উড়াল’। তরুণ নির্মাতা জোবায়দুর রহমানের পরিচালনায় তিন বন্ধুর একজন ‘রঞ্জু’ হয়ে পর্দায় আসেন তরুণ অভিনেতা সোহেল তৌফিক। ছবিটি মুক্তির পর দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান এই তরুণ অভিনেতা।