শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: ডা. শফিকুর রহমানবাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকারকেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট
No icon

গল্পের নায়ক হতে চান ‘উড়াল’ অভিনেতা সোহেল তৌফিক

একঝাঁক তরুণকে নিয়ে বন্ধুত্বের গল্পে চলতি মাসের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘উড়াল’। তরুণ নির্মাতা জোবায়দুর রহমানের পরিচালনায় তিন বন্ধুর একজন ‘রঞ্জু’ হয়ে পর্দায় আসেন তরুণ অভিনেতা সোহেল তৌফিক। ছবিটি মুক্তির পর দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান এই তরুণ অভিনেতা।