আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ১৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিগাজায় ত্রাণ প্রবেশ বন্ধ, তীব্র অপুষ্টিতে ভুগছেন গর্ভবতী নারী ও শিশুরাযুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারকো রুবিও
No icon

আকস্মিক ভোরে থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আকস্মিক কয়েকটি থানা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ সোমবার ভোরে তিনি রাজধানীর কয়েকটি থানা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট থানার দায়িত্বরত সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।গণমাধ্যমকে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানা (ক্রম অনুযায়ী) পরিদর্শন করেছেন।এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি ভোরে এমনই আকস্মিক থানা পরিদর্শনে বের হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।