বাজারে কিছুটা স্বস্তি এনেছে শীতের সবজি, কমছে ডিমের দামওকক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিতঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানেএনসিপি নেতা নাসীরুদ্দীন বললেন, পদত্যাগ করিনি মিরপুরে আগুনে পুড়ল পোশাক কারখানা
No icon

বনানী সড়কের অবরোধ তুলে নিলেন পোশাকশ্রমিকরা

সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক অবরোধ করে রেখেছিলেন শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ দুপুর দেড়টার দিকে তুলে নেন তারা।জানা গেছে, সকাল থেকে চেয়ারম্যানবাড়ি সড়কটির উভয়পাশ অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে আশেপাশের এলাকাগুলোতেও। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান। একপর্যায়ে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান তারা।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি রাসেল সারোয়ার বলেন, দুপুর দেড়টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেছেন। পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।