বছরের শেষ দিন ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানহাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তায় ভিন্ন দাবিবিদায় ২০২৫: দিনবদলের আশ্বাসে এল নতুন বছরবাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪, আহত ১৫কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় আতশবাজি, ফানুস থেকে অগ্নিকাণ্ড
No icon

‘সর্বাত্মক শাটডাউন’ লেখা নোটিশ আটকিয়ে ১০ প্রতিষ্ঠানে তালা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

বরগুনার বামনা উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও একটি স্কুলসহ ১০টিরও বেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে তালা ঝোলানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। কাগজে প্রিন্ট করা ‘সর্বাত্মক শাটডাউন’ লেখা নোটিশ আটকিয়ে শিকল পেঁচিয়ে এসব প্রতিষ্ঠানের ফটক তালাবদ্ধ করা হয়।