পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যুআওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা তীব্র গরমে থাকবে আরও ২ দিনচালের দাম আরও কমেছে, ডিম-সবজির বাজার চড়ানতুন বই উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
No icon

পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু

পাকিস্তানের গোলাবর্ষণে ভারত-শাসিত কাশ্মীরের এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। নিহত ওই কর্মকর্তার নাম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা।সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।গতকালই উপমুখ্যমন্ত্রী ও তিনি একটি অনলাইন সভায় যোগ দিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি, লিখেছেন ওমর আব্দুল্লাহ।আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করেছে, যাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হন বলে পোস্টে উল্লেখ করেন ওমর আব্দুল্লাহ।