চুয়েটের সব পরীক্ষা স্থগিতপ্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি, নারী কোটা বাতিলসেপ্টেম্বরে সংলাপে বসবে ইসিগাজায় দুর্ভিক্ষে আরও ১০ জনের মৃত্যুতাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
No icon

গাজায় ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ, নিহত ৬১

গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নতুন করে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৯ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন।চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও পুনর্বিবেচনার আহ্বান উপেক্ষা করে সেনারা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি হিসেবে এসব হামলা চালাচ্ছে।গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটিতে অভিযানের ফলে বিপুলসংখ্যক প্রাণহানি ঘটতে পারে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই অভিযানের সমালোচনা করে বলেন, এটি যুদ্ধের একটি নতুন এবং বিপজ্জনক পর্যায়ের ইঙ্গিত।তিনি আরও বলেন, গাজা সিটিতে সামরিক অভিযান বিস্তৃত হলে ভয়াবহ পরিণতি বয়ে আনবে। শত শত সাধারণ মানুষ, যারা ইতিমধ্যেই ক্লান্ত ও আতঙ্কগ্রস্ত তারা আবারও পালাতে বাধ্য হবে। এতে পরিবারগুলো আরও গভীর বিপদের মধ্যে পড়বে।গুতেরেস বলেন, অব্যাহত ভয়াবহতার অন্তহীন তালিকার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।গাজা সিটির বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী শুজাইয়া, জেইতুন এবং সাবরা এলাকায় বোমাবর্ষণ করছে। পরিবারগুলি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং বেশিরভাগই উপকূলের দিকে যাচ্ছে।