নতুন বেতন কাঠামো বাস্তবায়ন এবং অর্থনৈতিক চাপ সামাল দেওয়ার বিষয়ে জাতীয় পে কমিশন মতামত চেয়েছিল অর্থ বিভাগের কাছে। সম্প্রতি এ বিষয়ে মতামত জানিয়ে বিভাগটি বলেছে, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হবে। এ জন্য নতুন দুই উৎস দেখছে অর্থ বিভাগ। যা নতুন বেতন কাঠামোর বাড়তি অর্থ সংস্থানে জোগান দেবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
জানা গেছে, নতুন পে স্কেলে শুধু ব্যয় নয়, নতুন কাঠামোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়ের পরিমাণ আগের তুলনায় বাড়বে। ফলে তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করছে অর্থ বিভাগ। নতুন বেতন স্কেল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কার্যকর হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।