বৃষ্টির পর আগামী সপ্তাহে আবার তাপপ্রবাহের শঙ্কানারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা আজদেশের ৮ বিভাগে হতে পারে টানা বৃষ্টিবিশ্ব কাঁপছে বিক্ষোভেআপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ চলবে আজ থেকে
No icon

সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত

সুস্থতা-অসুস্থতা মানবজীবনের অনুষঙ্গ। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। আর অসুস্থতা কারো জন্য শাস্তি, কারো জন্য পরীক্ষা আবার কারো জন্য গুনাহ মাফের উপায় ও মর্যাদা বৃদ্ধির কারণ। সুস্থতায় আল্লাহর শোকর আদায় করতে হয়। আর অসুস্থতায় ধৈর্য ধারণ করে আল্লাহর নিয়ামতের অনুভব করতে হয়। অসুস্থতার মাধ্যমে আল্লাহ বান্দাকে পরিশোধন করে থাকেন। বান্দার যখন পাপ বেড়ে যায় আর তার পাপ মোচন করার জন্য সে যখন কোনো আমল না করে তখন বান্দার কল্যাণের জন্যই আল্লাহ তায়ালা তাকে দুঃখ-কষ্ট, অসুস্থতা ও ছোট ছোট বালা-মুসিবত দিয়ে থাকেন। যারা ধৈর্যের সাথে এই অসুস্থতার নিয়ামত গ্রহণ করে, আল্লাহ তায়ালা এর বিনিময়ে বান্দার গোনাগুলো ক্ষমা করে তার মর্যাদা বুলন্দ করে দেন। আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট ক্লেশ, রোগব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন।’ (বুখারি-৫৬৪১)
সুস্থতার নিয়ামত একজন অসুস্থ ব্যক্তিই ভালো জানেন। একবার ঘুরে দেখে আসুন যেকোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে, সেখানে গেলে কঠিন হৃদয়ও নরম হয়ে যায়। কারণ, হাসপাতালে এমন কিছু রোগী আছে, যাদের দেখলে নিজের প্রতিটি অঙ্গের কথা অটোমেটিক স্মরণ হয়ে যায়! মনে হয়ে যায় আমার আল্লাহ আমাকে কতটা সুখে রেখেছেন, সুস্থ রেখেছেন। কত ধরনের নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ তায়ালা বলেন- ‘তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?’ (সূরা আর-রাহমান)
মানুষ খুব দ্রুত অতীতের কথা ভুলে যায়। পবিত্র কুরআনেও এ বিষয়টি বর্ণিত হয়েছে- ‘মানুষকে যখন বিপদ স্পর্শ করে তখন শুয়ে-বসে-দাঁড়ানো অবস্থায় আমাকে ডাকতে থাকে। আর যখন তাকে বিপদ মুক্ত করে দিই তখন এমনভাবে চলে যায় যেন সে বিপদে পড়ে আমাকে ডাকেইনি।’ (সূরা ইউনুস-১২)