গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৫ জন নিহতফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘরাজনৈতিক প্রভাব কমাতে ক্ষমতা পাচ্ছে এনটিআরসিএআফগানিস্তানে বাড়ছে লাশের মিছিলনুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
No icon

আমরাই এদেশের দায়িত্ব নেবো, জনগণের জানমালের পাহারা দেবো : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরাই এদেশের দায়িত্ব নেবো, জনগণের জানমালের পাহারা দেবো। ব্যক্তিগতভাবে কেউ নিরাপত্তা চাইলে তাকেও আমরা নিরাপত্তা দেবো। জামায়াতে ইসলামী মজলুমের দল, আপনারাই তার সাক্ষী।

শনিবার সকালে কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের উদ্যোগে এর আয়োজন করা হয়। আমিরে জামায়াত বলেন, অন্তত একজনের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। হোক সেটা বিডিআর হত্যাকাণ্ডের জন্য দায়ী কিংবা চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতাকে হত্যাকারী শেখ হাসিনা। এই বিচার না হলে শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে। আহত যোদ্ধাদের আত্মাও অভিশাপ দেবে ।

তিনি বলেন, আল্লাহ যদি আমাদের দেশের সেবা করার সুযোগ দেন, তখন বৈষম্য যেখানে সেখানেই আগে উন্নয়ন পৌঁছে দেওয়া হবে। তবে অন্যরাও বঞ্চিত হবে না। যারা আল্লাহর আইন মেনে দেশ চালাতে চান তাদের সঙ্গে হাত মেলাতে হবে। এ সময় কক্সবাজারের চারটি আসনেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা জামায়াত আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারীর সভাপতিত্বে সম্মেলন হয়ে উঠেছিল জনসমুদ্র। কলেজের মাঠ পেরিয়ে জনতার উত্তাল স্রোত উঠে গিয়েছিল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে। লাখেরও বেশি নেতা-কর্মী ও সাধারণ মানুষ এই সম্মেলনে যোগ দেন। এবারের এই কর্মী সম্মেলনে জামায়াতের ৩০ হাজারের বেশি নারী জনশক্তি অংশ নেন। তাদের জন্য কলেজের পাশে ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছিল।

জেলা জামায়াত সেক্রেটারি জাহেদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান।

আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, কক্সবাজার জেলার নায়েবে আমির মুফতি মুহাম্মদ হাবিব উল্লাহ, নায়েবে আমির ফরিদ উদ্দিন ফারুকী, সাবেক এমপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এনামুল হক মঞ্জু প্রমুখ।