সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ১২ ডিগ্রির শীতে মোড়ানো পঞ্চগড়ের জনপদখালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের আরেক বিশেষজ্ঞ চিকিৎসক দলখালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিতরাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত
No icon

বাংলাদেশকে ফের উইকেটের আনন্দে মাতালেন তাসকিন

দ্বিতীয় দিনের সকালেই সাফল্য পেল বাংলাদেশ। তাসকিন আহমেদের হাত ধরে তৃতীয় ওভারেই এলো উইকেট। সেট ব্যাটার রবীন্দ্র জাদেজাকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান বাংলাদেশি পেসার। তার বিদায়ের পর ভেঙেছে ভারতের ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।অথচ গতকাল পরিস্থিতি এমন ছিল না। সকাল ও দুপুরের সেশনে ভারতের স্কোরবোর্ডে এসেছে সমান ৮৮ রান করে, উইকেটও পড়েছে তিনটি। কিন্তু শেষ সেশনে কোনো উইকেট না হারিয়ে এলো ১৬৩ রান। সপ্তম উইকেটের জুটিতে স্বাগতিকরা শুধু বিপদই কাটিয়ে উঠেনি, নিয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ। ১০২ রানে রবিচন্দ্রন অশ্বিন ও ৮৬ রানে জাদেজা অপরাজিত ছিলেন।কিন্তু দ্বিতীয় দিন জাদেজা আর রান যোগ করতে পারেননি। প্রথম দিন ভারত ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রানে দিন শেষ করেছিল।বাংলাদেশের পক্ষে হাসান চার উইকেট নিয়েছিলেন। নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ পান একটি করে উইকেট।